Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

নেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ নিহত ২


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ৩১, ২০২৫, ০৫:২০ পিএম নেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ নিহত ২

নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি এলাকায় পূর্ব শত্রুতার জেরে পাল্টাপাল্টি হামলায় দুই পক্ষের দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। এ নিয়ে শনিবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে দুটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
নিহতরা হলেন, দোজাহান মিয়া (৫৫) ও নূর মোহাম্মদ (২৮)। তাদের মরদেহ নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল (৩০ আগস্ট) জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষ রফিকের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে রফিকের গ্রামের বাড়িতে হামলা চালায় দোজাহন মেম্বারের লোকজন। সেখানে চারজন আহত হয়। আহতদের নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামে একজন মারা যান।
রবিবার (৩১ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ এখনো বিষয়টি নিশ্চিত করেনি।
নিহত দোজাহান মিয়ার স্ত্রী জসুমা খাতুন বলেন, জমিজমা ও টাকা পয়সা লেনদেন বিষয়ক সমস্যা চলে আসছিল। গতকাল নেত্রকোণা থেকে বাড়ি ফেরার সময় তাকে মোটরসাইকেলের ওপর অতর্কিত হামলা করে হত্যা করা হয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Side banner