চুয়াডাঙ্গায় তুলা আবাদ বাড়ানোর লক্ষ্যে কৃষকদের প্রণোদনা দিয়েছে সরকার। জেলার সদর উপজেলার আলুকদিয়া ইউনিট কার্যালয় চত্বরে ৫৫০ কৃষকের মাঝে প্রণোদনার উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ৬০০ গ্রাম হাইব্রিড তুলাবীজ, ২৫ কেজি ইউরিয়া, ৫০ কেজি টিএসপি, ৫০ কেজি পটাশ, দুই কেজি বোরন, ২০০ মিলিলিটার ডায়াফেনথিউরন, ১০০ মিলিলিটার স্পিনোসেড, ১৫০ মিলিলিটার ছত্রাকনাশক ও ৩০০ মিলিলিটার পিজিআর দেয়া হয়।
আপনার মতামত লিখুন :