প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিশ্বায়নের প্রত্যয়ে যশোরের ঝিকরগাছায় কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় ও ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।
বুধবার (২ জুলাই) বিকালে ঝিকরগাছা রেলওয়ে স্টেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির ‘শুভ উদ্বোধন’ করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালি সরকার।
ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার কৃষিবিদ মো. আইয়ুব হোসেন, কৃষিবিদ লাহাবুল ইসলাম, কৃষিবিদ জাহিদুল ইসলাম, কৃষিবিদ মফিজুর রহমান, রিয়াদ মাহবুব, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক এমরান রেজা খোকন, যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তারিক, নির্বাহী সদস্য রাফিউল ইসলাম, ঝিকরগাছা ইউনিয়নের ইউপি সদস্য আইয়ুব হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :