মেহেরপুরের গাংনীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ মে) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মামুনুল হাসান জানান, সুবহান ও সামাদ হোটেলের ফ্রিজে বাসি খাবার রাখা এবং সামাদ হোটেলের রান্নাঘরে মুরগি পালন করার অপরাধে দুটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। একই অভিযানে স্কয়ার ডেন্টালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুর হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান।
আপনার মতামত লিখুন :