ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে কৃষক শিশু সহ ৩ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১১ মে) দুপুর ২ টায় উপজেলার সদরে, গোকর্ণ ইউনিয়নে এবং চাতলপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন মো. রাজ্জাক মিয়া (৪০), সামছুল হুদা (৭০), এবং জাকিয়া খাতুন ((৮)। নিহত মো. রাজ্জাক মিয়া সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের ছোয়াব মিয়ার ছেলে ও মৃত সামছুল হুদা (৭০) নাসিরনগর উপজেলা গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের মৃত আব্দুস সালাম এর ছেলে এবং শিশু জাকিয়া খাতুন (৮) চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের আলমগীর মিয়ার মেয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহীনা নাসরিন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাজ্জাক মিয়া ধান কাটার জন্য সরাইলের কালিকচ্ছ থেকে নাসিরনগর সদরের টেকানগর গ্রামে আসছিলেন, রবিবার দুপুরে হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই রাজ্জাক মিয়া কাজ করছিল এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অন্যদিকে নিহত সামছুল হুদা (৭০) দুপুরে উপজেলার গোকর্ণ উনিয়নের গোকর্ণ গ্রামের কাছে মাঠে গরু নিয়ে গিয়েছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শিশু জাকিয়া খাতুন আত্নীয়ের বাড়ি নাসিরনগর উপজেলা দুর্গাপুরে খেলাধূলা অবস্থায় বজ্রপাতে নিহত হয়।
আপনার মতামত লিখুন :