Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

চরফ্যাশনে আওয়ামী লীগের কার্যালয় দখল, এনসিপির ব্যানার সভা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ১১, ২০২৫, ১২:১৯ পিএম চরফ্যাশনে আওয়ামী লীগের কার্যালয় দখল, এনসিপির ব্যানার সভা

ভোলার চরফ্যাশনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। শনিবার দুপুরে চরফ্যাশন পৌর সদরের কলেজ রোডস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টিতে এনসিপির ব্যানার সাঁটিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। লুটে নেওয়া হয় আসবাবপত্র। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল কার্যালয়টি।
সরকার পতনের ৯ মাস পর শনিবার জাতীয় নাগরিক পার্টির চরফ্যাশন উপজেলা প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সালের নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টিতে নিজেদের ব্যানার সাঁটিয়ে কার্যক্রম শুরু হয়।
সেখানে গিয়ে দেখা যায়, তিনতলার কার্যালয়টিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির কর্মসূচির প্রস্তুতিমূলক সভা করছেন এনসিপির নেতারা। ভবনের ছাদে মাইক লাগিয়ে চালানো হচ্ছে এনসিপির প্রচার-প্রচারণা।
এনসিপির চরফ্যাশন উপজেলার প্রতিনিধি দাবি করা অহিদ ফয়সাল বলেন, নিজেদের দলীয় কার্যক্রম পরিচালনার জন্য চরফ্যাশন উপজেলার এনসিপির নেতাদের সঙ্গে নিয়ে তারা আওয়ামী লীগের কার্যালয় দখল নিয়েছেন।
এখন থেকে চরফ্যাশনে এনসিপির দলীয় সব কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে বলে দাবি করেন অহিদ।

Side banner