Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়


দৈনিক পরিবার | মনির মোল্যা মে ১১, ২০২৫, ১০:০৮ পিএম গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

গোপালগঞ্জে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম তারেক সুলতান সহ জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জেলায় বর্তমানে চলমান নানা উন্নয়ন কার্যক্রমের বর্তমান অবস্থা ও তাঁর নেয়া গৃহিত পদক্ষেপ নিয়ে সাংবাদিকদেরকে ব্রিফ করেন এবং জেলার উন্নয়ন কাজে সর্বাত্বক সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় প্রায় অর্ধশত সাংবাদকর্মি এই মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের নানা বক্তব্য তুলে ধরেন। জেলা প্রশাসক সেসব শোনেন এবং বাস্তবায়নের বিষয়ে তাঁর সদিচ্ছার কথা তুলে ধরেন।

Side banner