যশোরের বেনাপোলে ট্রেনের সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ট্রাকচালক মাহমুদ হোসেন (৪৫) ও হেলপার কওছার আলী (২৮)। আর ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে।
রবিবার (১১ মে) বিকেল ৫টার দিকে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিমেন্ট বোঝাই একটি ট্রাক নাভারন রেল ক্রসিং দিয়ে রাস্তা পার হওয়ার সময় বেত্রাবর্তী এক্সপ্রেস ট্রেনটি চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ট্রেনটি মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে আসছিল।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। ট্রেনের ইঞ্জিন মেরামতের কাজ চলছে।
নাভারন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :