তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান ১০ মে’২০২৫ইং শনিবার দুপুরে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীতে বাছাইকৃত ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ-২০২৫ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন- কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। শুভেচ্ছা স্মারক প্রাপ্ত ব্যক্তিরা হলেন- কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শামসুল আলম, কুড়িগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আকরাম হোসাইন, কুড়িগ্রাম পুলিশ হাসপাতাল ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের ইনচার্জ মোঃ আকরাম হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :