Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পঞ্চগড়ে সাবেক ডিসি এসপিসহ ১৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা


দৈনিক পরিবার | নাজমুস সাকিব মুন মে ৭, ২০২৫, ১০:২০ এএম পঞ্চগড়ে সাবেক ডিসি এসপিসহ ১৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা

পঞ্চগড়ে সাবেক জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), রেলমন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ১৫৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় আরও সাত-আটশ অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
বোদা উপজেলার চন্দনপাড়া এলাকার মৃত আব্দুর রশিদ আরেফিনের স্ত্রী মোছা. শিরিনা আক্তার বাদী হয়ে এ মামলা করেন। গত সোমবার পঞ্চগড় আমলী আদালত (১) মামলাটি গ্রহণ করে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওহাব আনসারী। তিনি জানান, আদালত সদর থানা পুলিশকে মামলাটি তদন্ত করে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড় জেলা কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ চলছিল। সেখানে হঠাৎ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা, তৎকালীন ডিসি ও এসপির প্রত্যক্ষ সহযোগিতায় সমাবেশে হামলা চালায়। পুলিশও গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। এতে প্রাণভয়ে সবাই ছুটোছুটি করে।
বাদিনীর স্বামী আব্দুর রশিদ আরেফিনকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তিনি মাটিতে লুটিয়ে পড়লে নুরুজ্জামান বাবু নামের এক ব্যক্তি তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন এবং বাবুর মাথায় পাঁচটি সেলাই পড়ে।
মামলায় উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক রেলমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, মজাহারুল হক প্রধান, সাবেক ডিসি জহুরুল ইসলাম, তৎকালীন এসপি এস এম সিরাজুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও এস এম সফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, সদর থানার সাবেক ওসি আব্দুল লতিফ মিঞা, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক, আবু তোয়াবুর রহমান, মোশারফ হোসেন, আব্দুল লতিফ তারিনসহ আরও অনেকে।
বাদী অভিযোগ করেন, দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়, যার ক্ষতি প্রায় ছয় লাখ ৫৯ হাজার টাকা। তৎকালীন রাজনৈতিক ভীতির কারণে এতদিন মামলা করতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন।

Side banner