Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৬ মে, ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

তালতলীতে জাম দেওয়ার প্রলোভনে শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ২৩, ২০২৫, ০৯:২০ পিএম তালতলীতে জাম দেওয়ার প্রলোভনে শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

বরগুনার তালতলীতে ১১ বছরের এক শিশুকে গাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বড়বগি ইউনিয়নের করমজাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২২ মে) রাতে ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে তালতলী থানায় একটি মামলা করেন। এ মামলায় পুলিশ সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার করমজাপাড়া গ্রামের শিশুটি গত বুধবার বিকালে তার সহপাঠীদের সঙ্গে রাস্তার পাশে থাকা জামগাছ থেকে জাম পাড়ছিল। এমন সময় অভিযুক্ত সিদ্দিকুর রহমান শিশুটিকে জাম পেড়ে দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় শিশুটি ডাক-চিৎকার দিলে তিনি তার মুখ চেপে ধরেন। 
পরে শিশুটির সহপাঠীরা খুঁজতে গিয়ে পরিত্যক্ত ঘরে তাদেরকে দেখতে পায়। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত সিদ্দিকুর রহমান দৌড়ে পালিয়ে যান। 
ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়ে সহজ-সরল হওয়ায় সিদ্দিকুর রহমান জামগাছ থেকে জাম পেড়ে দেওয়ার কথা বলে তাকে ধর্ষণ করেন। আমি এ ঘটনায় মামলা করেছি। ধর্ষক সিদ্দিকুর রহমানের কঠোর শাস্তি চাই।
তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে শনিবার মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।

Side banner