Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ডিসেম্বরে ইতিহাসে রেকর্ড রপ্তানি আয়


দৈনিক পরিবার | পরিবার ডেস্ক জানুয়ারি ২, ২০২৩, ০৮:৫৪ পিএম ডিসেম্বরে ইতিহাসে রেকর্ড রপ্তানি আয়

বাংলাদেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ রপ্তানি আয় হয়েছে গত এক মাসে। গত ডিসেম্বরে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রপ্তানি করা হয়। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়। সেই হিসাবে ২০২২ সালের ডিসেম্বরে রপ্তানি আয় ৯ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন ১ দশমিক ৩ শতাংশ কম হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে মোট ২৭৩১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যেটা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৫৮ শতাংশ বেশি।
পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম সংবাদ মাধ্যমকে বলেন, ডিসেম্বরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রপ্তানি করা হয়েছে। এতে শিল্প মালিকরা নতুন আশার আলো দেখছেন।
 

Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর