Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

নেত্রকোনায় নেত্র বন্ধু ৯২ এর পুনর্মিলনী অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ইমন রহমান ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১২:০৯ পিএম নেত্রকোনায় নেত্র বন্ধু ৯২ এর পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোণায় নেত্র বন্ধু ৯২ এর পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারী শুক্রবার নেত্রকোণার  আধুনিক স্টেডিয়ামে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত, পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও নেত্র বন্ধু ৯২ এর আহবায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নেত্র বন্ধু ৯২ এর সদস্য সচিব আরিফুল হাসান পুতুল সহ সংগঠনের সদস্যগণ। সদস্য সচিব আরিফুল হাসান পুতুলের সঞ্চালনায় দিনব্যাপী পরিচিতি পর্ব, স্মৃতিচারণমূলক বক্তব্য, সংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা, আড্ডা সহ নানা পর্ব শেষে বিকেলে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হয় আকর্ষণীয় র‌্যাফেল ড্র। পরে সদস্য সচিব আরিফুল হাসান পুতুলের বক্তব্য ও আহবায়ক ডাঃ মোঃ রফিকুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Side banner