Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বনাথে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. আব্দুল কাইয়ুম, বিশ্বনাথ প্রতিনিধি নভেম্বর ২৩, ২০২৪, ০৯:০১ পিএম বিশ্বনাথে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা শনিবার (২৩ নভেম্বর) কান্দিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 
যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের পরিচালনায় হাজী তেরা মিয়া ৩য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় এবার ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।
মেধাবৃত্তি পরীক্ষায় মোট ৪ টি বিষয়ে সকাল ১০ ঘটিকায় পরীক্ষা শুরু হয়ে একটানা ৪ ঘন্টায় সমাপ্ত হয়।
খাজাঞ্চি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।
বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও অভিভাবক, সাংবাদিক, শুভাকাঙ্খি সহ অতিথি বৃন্দের সহযোগিতা ও উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষার পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সবার ব্যাপক উপস্থিতি ও সহযোগিতায় সাফল্যতম বৃত্তি অনুষ্টিত হওয়ায় কৃতজ্ঞতা জানান বাস্তবায়ন কমিটির প্রধান ও সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর বাংলাদেশ কমিটির আহবায়ক সাংবাদিক মো. সায়েস্তা মিয়া।
এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত হয়ে মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন সাকিব ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সমাজসেবক যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল হাই জিহাদি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোহেল রানা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান হাসান মাহমুদ রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব। 
এসময় আরো উপস্থিত ছিলেন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির যুগ্মসচিব শাহ সিদ্দিকুর রহমান চিশতি, সংগঠক এস এম রফিক আহমদ, মুস্তাক আহমদ মুস্তফা, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সাংবাদিক কবি এস. পি সেবু, আনোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, ছালেক উদ্দিন, ফুল মিয়া, সোহেল আহমদ, ট্রাস্টের বাংলাদেশ কমিটির অর্থ সম্পাদক আল মামুন, ট্রাস্টি ইরন মিয়া, রিয়াজ উদ্দিন, ট্রাস্টি সালমান আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

Side banner