Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর!


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক মে ১৬, ২০২৫, ০২:৩৮ পিএম কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর!

ছেলে রুহান এবং স্বামী শোয়েব ইব্রাহিমকে নিয়ে সুখের সংসার অভিনেত্রী দীপিকা কক্করের। বিয়ের পর থেকে অনেক বিতর্কে জড়িয়েছেন হিন্দি ছোট পর্দার এই নায়িকা। তার প্রাক্তন স্বামীকে কেন্দ্র করে নেটিজেনদের মাঝে অনেক আলোচনাই উঠে এসেছিল। সব সময় নিজের মতামত স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী। 
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটি পোস্ট করেছেন দীপিকার স্বামী শোয়েব, তা দেখে মন খারাপ অনুরাগীদের। গুরুতর অসুস্থ অভিনেত্রী। পেটে একটি টিউমার হয়েছে। অস্ত্রোপচার করে সেই টিউমার বার করতে হবে। উদ্বিগ্ন হয়েই এই খবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
অনেক দিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন দীপিকা। চিকিৎসককে দেখানো হলে তিনি কয়েকটি অ্যান্টিবায়োটিক দেন, যা খেয়ে অভিনেত্রীর পেটের ব্যথা সেরেও গিয়েছিল। কিন্তু কয়েক দিন বাদেই আবার যন্ত্রণা শুরু হয়। তখনই সব ধরনের টেস্ট করানো হয়েছিল তার। সেখানেই ধরা পড়ে, নায়িকার পেটে একটি বড় টিউমার রয়েছে। 
ভিডিওতে শোয়েব বলেছেন, দীপিকার লিভারের বাঁ দিকে একটি টিউমার ধরা পড়েছে, যার আয়তন একটি টেনিস বলের থেকেও বড়। এই খবরটা শুনে আমরা খুবই অবাক। কী ভাবে হল সেটা কিছুতেই বুঝতে পারছি না।
স্ত্রীর এই শারীরিক অবস্থা, বাড়িতে ছোট ছেলে, খুব ভয় পেয়েছেন শোয়েব। প্রথমে তারা টিউমারের কথা শুনে ভেবেছিলেন হয়ত তা ক্যানসারের দিকে মোড় নিতে পারে। কিন্তু রিপোর্ট আসার পর আশ্বস্ত হয়েছেন তারা। কিন্তু শোয়েবের এখন অন্য চিন্তা। ছেলে রুহান এখনও বুকের দুধ পান করে। দীপিকা হাসপাতালে থাকাকালীন ছোট ছেলেকে কী ভাবে সামলাবেন তিনি, তা ভেবেই রাতের ঘুম উড়েছে অভিনেতার।

Side banner