Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৬ মে, ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২
নজরুল ইসলাম

অস্থিরতা মোকাবেলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০২৫, ০২:০১ পিএম অস্থিরতা মোকাবেলায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই

দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতা থাকে এবং তা মোকাবেলার জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই বিষয়টি অন্তর্বর্তী সরকারও বোঝে। তবে একটি পক্ষ তাদের প্রভাবিত করার চেষ্টা করছে।
আজ শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনাসভায় এ কথা বলেন তিনি। সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম বলেন, ‘ইসি নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছে। বিএনপির ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির যারা বিরোধিতা করছে, তারা কোন যুক্তিতে পেছাতে চায়? ঐকমত্যের মাধ্যমে জুন-জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব। কারো গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না।
বিএনপি পরিপূর্ণ সংস্কারের পক্ষে জানিয়ে তিনি বলেন, তবে সংস্কার একবারে শেষ করার বিষয় নয়। এটি অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি প্রক্রিয়ার মধ্যে হবে।
নজরুল ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকার লড়াইয়ে বিজয়ী হওয়ার পরের সরকার। এই সরকারের নেতৃত্বে লড়াইয়ে বিজয়ী হইনি। দীর্ঘদিন ধরে লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তারই ধারাবাহিকতায় স্বৈরাচারী শাসকের পতন হয়েছে।’
একই অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক বলেন, ‘সরকারের গুরুদায়িত্ব এ দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।’
তিনি বলেন, করিডর নিয়ে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। এই সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া।

Side banner