Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

৬ বছর পর ঈশিতার নতুন গান ‘রুপোর ঝলক’


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক     জুলাই ২০, ২০২৫, ০৪:৫৪ পিএম ৬ বছর পর ঈশিতার নতুন গান ‘রুপোর ঝলক’

তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী এবং নির্মাতা হিসেবে কাজ করছেন। নব্বইয়ের দশক থেকে তিনি অভিনয় ও গান দুটোতেই জনপ্রিয়। সর্বশেষ ৬ বছর আগে একটি মৌলিক গান প্রকাশিত হয়েছিল। আবারও নতুন গান নিয়ে ফিরছেন টিভি নাটকের প্রিয়মুখ অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা।
ঈশিতার নতুন গানের শিরোনাম ‘রুপোর ঝলক’। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র।
মূলত এই গানটি তানিম রহমান অংশু পরিচালিত সদ্য ইউটিউবে প্রকাশিত ‘নসিব’ নামক ইউটিউব ফিল্মে ব্যবহৃত হয়েছে। ফিল্মটি ইউটিউবে প্রকাশিত হয়েছে গত ১০ জুলাই। আর গানটি প্রকাশিত হয়েছে ঠিক এক সপ্তাহ পর।
ঈশিতা বলেন, ‘এই গানটি করা হয়েছে আজ থেকে দুই বছরেরও বেশি সময় আগে। আমি যখন ‘কেন’ নামক নাটকটিতে অভিনয় করি, সেই সময়ই মূলত গানটি গাওয়ার জন্য প্রস্তাব আসে। গানটা শুনে আমার ভালো লেগেছিল। তাছাড়া আমরা অনেকেই আসিফ ইকবালের লেখা গানের ভক্ত। তো আমাকে যখন এই গানটি গাওয়ার জন্য বলা হয়, আমি তখন ভীষণ সম্মানিত বোধ করেছিলাম। সেই সময় গানটা নিয়ে বেশ পরিকল্পনা ছিল।’
তিনি আরও বলেন, ‘মাঝখানে আমি পারিবারিক কাজে অনেক ব্যস্ত ছিলাম। পরে কয়েক দিন আগে আমাকে যখন আমার এই গানটি নসিব নামক ইউটিউব ফিল্মে ব্যবহার করার জন্য বলা হলো, তখন আমার মনে হলো কেন নয়। এভাবেই নসিবের সঙ্গে আমার এই গানটি যুক্ত হয়ে যাওয়া। প্রকাশের পর টুকটাক বেশ ভালো সাড়া পাচ্ছি। ভাবছি যেহেতু অনেক দিন বিরতির পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পেয়েছে; আরও কয়েকটা মৌলিক গান করা যেতেই পারে। দেখা যাক কী হয়।’
ছোটবেলায় ১৩ বছর ধরে ওস্তাদ ওমর ফারুকের কাছে খেয়ালের তালিম নিয়েছেন ঈশিতা। একই বিষয়ে ওস্তাদ সঞ্জীব দে’র কাছে আরও আট বছর তালিম নিয়েছেন। ১৯৮৮ সালে ‘নতুন কুড়ি’র ছড়াগানে প্রথম পুরস্কার অর্জন করেন। এক বছর পর প্রযোজনা প্রতিষ্ঠান সারগাম থেকে ছড়াগানের একটি অ্যালবামও প্রকাশিত হয়। ২০০১ সাল পর্যন্ত আরও চারটি গানের অ্যালবাম প্রকাশিত হয়। সব কটিই ছিল সাউন্ডটেকের ব্যানারে।
এর মধ্যে শওকাতের সুর ও সংগীতে এই প্রতিষ্ঠান থেকে প্রকাশিত ঈশিতা, কানিজ সুবর্ণা ও মিমির গাওয়া ‘কুলসুম’ অ্যালবামটি বেশ আলোচিত ছিল। পাঁচ বছর আগে ফুয়াদের সুর-সংগীতে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন ঈশিতা। তার গানের অ্যালবামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘রাত নিঝুম’, ‘ভুলো না আমায়’ ও ‘কুলসুম’।
প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ‘বিহঙ্গ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ঈশিতা। এরপর আর গল্প ভালো লাগেনি বিধায় নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি।

Side banner