Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

বুলবুল আহমেদকে হারানোর ১৫ বছর


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক জুলাই ১৫, ২০২৫, ০২:৩৪ পিএম বুলবুল আহমেদকে হারানোর ১৫ বছর

২০১০ সালের আজকের দিনে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক বুলবুল আহমেদ। আজ তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকী। বুলবুল আহমেদের আসল নাম তাবাররুক আহমেদ। মা-বাবা আদর করে ডাকতেন বুলবুল।
১৯৭৩ সালে ‘ইয়ে করে বিয়ে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়। ‘দেবদাস’, ‘সূর্য কন্যা’, ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘মোহনা’, ‘মহানায়ক’সহ বহু ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন। পেয়েছেন চারবার জাতীয় পুরস্কারও। টিভিতে ‘এই সব দিনরাত্রি’, ‘বরফ গলা নদী’সহ বহু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন।

Side banner