মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন ছবি ‘ডিয়ার মা’। মুক্তির আগে ছবিটির প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন দুই বাংলার জনপ্রিয় এই তারকা। এরই মধ্যে একটি ফটোশুটে অংশ নিয়েছেন জয়া আহসান ও ছবির আরেক অভিনেতা চন্দন রায় স্যানাল। ফটোশুটের ছবি প্রকাশ্যে আসতেই চমকে গেছেন জয়ার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। বেশির ভাগের মন্তব্য, এ কোন জয়া!
বাংলাদেশের জয়া আহসান এখন আছেন ওপার বাংলার আলোচনায়, আর সেই আলোচনার কেন্দ্রে রয়েছে তাঁর নতুন সিনেমা ‘ডিয়ার মা’। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফের ফটোশুটে জয়ার সঙ্গে ঘনিষ্ঠ ভঙ্গিতে দেখা গেছে অভিনেতা চন্দন রায় স্যানালকে। ছবিতে দেখা যায়, জয়ার মাথা চন্দনের কাঁধে রাখা। রোমান্টিক মুহূর্তের এসব স্থিরচিত্র মূলত ‘ডিয়ার মা’ সিনেমার প্রচারের অংশ হিসেবেই তোলা হয়েছে। এসব স্থিরচিত্র প্রকাশ্যে আসতেই অনেকে বিস্ময় প্রকাশ করছেন। কেউ কেউ আবার জয়ার রোমান্টিক লুকে মুগ্ধও হয়েছেন।
‘ডিয়ার মা’ ছবির মাধ্যমে প্রথমবার চন্দন রায়ের সঙ্গে কাজ করেছেন জয়া। অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এটি জয়ার দ্বিতীয় সিনেমা। এই পরিচালককে সবাই টোনিদা নামে ডাকেন। সিনেমাটিতে রয়েছে চন্দনের সঙ্গে জয়ার একাধিক ঘনিষ্ঠ দৃশ্যও। এ নিয়ে জয়ার বক্তব্য, ‘আমার কিছুই মনে হয় না। কারণ, এ রকম দৃশ্যের জন্য খুব কমফোর্ট জোন তৈরি করা হয়েছিল। আর জানতাম, টোনিদা খুব অ্যাসথেটিক্যালি দৃশ্য ধারণ করবেন। এর ফলে আমার চেয়ে অনেক বেশি চিন্তা ছিল টোনিদার, আমি একেবারেই চিন্তা করিনি।’
অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় এর আগে ‘কড়ক সিং’ দিয়ে বলিউডে অভিষেক হয় জয়া আহসানের। অভিনেত্রী জানান, ‘ডিয়ার মা’ ছবির চিত্রনাট্য তিনি পেয়েছিলেন নিজের জন্মদিনে, পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর উপহার হিসেবে।
রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার টান? এটাই ‘ডিয়ার মা’ সিনেমার মূল থিম। জয়া বলেন, ‘এটি মা-মেয়ের সম্পর্কের গল্প। টোনিদা (অনিরুদ্ধ) তো মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের গল্প বলেন, তেমনই একটা গল্প। মা, সন্তান, সম্পর্ক, পরিবার—এগুলো নিয়ে গল্প এগোবে। প্রত্যেক মা তাঁর সন্তানকে নিয়ে যে লড়াইটা করেন, তা বারবার অনুধাবন করছিলাম এই সিনেমাটি করতে গিয়ে। এ সিনেমা দেখে পারিবারিক বন্ধনের ব্যাপারটি অনুধাবন করতে পারবে সবাই।’
আপনার মতামত লিখুন :