‘ডিয়ার মা’ নামের যে সিনেমা দিয়ে প্রথমবার মায়ের চরিত্রে আসছেন জয়া আহসান, সেটির ট্রেইলার সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চন। যা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে।
আনন্দবাজার লিখেছে, ‘ডিয়ার মা’ সিনেমার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে ‘পিঙ্ক’ সিনেমায় কাজ করেছেন অমিতাভ বচ্চন।
এক্সে ট্রেইলার প্রকাশ করে অমিতাভ লিখেছেন, টোনিদা, আপনার সিনেমা জন্য আমার শুভেচ্ছা সব সময় রয়েছে।
পোস্টটির ঘিরে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের বহু মানুষ জয়া আহসানকে শুভেচ্ছা জানাচ্ছেন।
জয়া নিজেও অমিতাভের পোস্ট শেয়ার করে লিখেছেন, এর থেকে ভালো কী হতে পারত! আপনার আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ স্যার।’
অমিতাভের তরফ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে তাকে প্রণাম জানিয়েছেন পরিচালক অনিরুদ্ধ।
‘ডিয়ার মা’ দিয়ে দীর্ঘ বিরতি ভেঙে বাংলা সিনেমা পরিচালনায় ফিরলেন অনিরুদ্ধ। সিনেমার দুই মুখ্য চরিত্রে কাজ করেছেন জয়া ও চন্দন রায় সান্যাল।
আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।
প্রকাশ্যেও এসেছে সিনেমার ট্রেইলার। ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলার দেখিয়েছে মা-মেয়ের সম্পর্কের টানপোড়েন। আভাস দিয়েছে মা-মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার মাঝে লুকিয়ে থাকা কোনো অজানা গল্পের।
ট্রেইলারের ভিডিওতে ঘটনা যত এগুতে থাকে, স্পষ্ট হয় নিখোঁজ মেয়েটি জয়ার আপন মেয়ে নয়। কোনো একটি ক্ষোভ থেকে জয়ার সঙ্গে দূরত্ব তৈরি হয় তার, আর সেজন্যই ঘর ছাড়ে মেয়েটি।
শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন পুলিশের চরিত্রে। তার কাছে মনে হয়, মেয়েটির নিখোঁজ হওয়ার ঘটনাটি সাধারণ কোনো বিষয় নয়। তার সন্দেহ জাগে, জয়া কিছু গোপন করছেন।
যেখানে রক্তের সম্পর্ক নেই, সেখানে ভালোবাসা জিততে পরাবে কী না, সেই প্রশ্ন রাখা হলেও এর উত্তর ট্রেইলারে দেখানো হয়নি।
উত্তর জানতে অপেক্ষা করতে হবে ১৮ জুলাই ‘ডিয়ার মা’ সিনেমার মুক্তির দিন পর্যন্ত।
আপনার মতামত লিখুন :