Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হবে শোষিত জাতির জাগরণ: নকিবুল হুদা


দৈনিক পরিবার | আলমগীর হোসেন জুলাই ৫, ২০২৫, ১২:৫১ পিএম দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হবে শোষিত জাতির জাগরণ: নকিবুল হুদা

অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেন, আজ বাংলাদেশ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে জনগণ পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশে ন্যায়বিচার নেই, শাসনের নামে চলছে দুর্বৃত্তায়ন, বিচারহীনতার সংস্কৃতি ও দমননীতি। আমরা এই অন্ধকার থেকে জাতিকে আলোর পথে নিতে চাই। আমাদের লক্ষ্য স্পষ্ট এমন একটি সমাজ গঠন, যেখানে বৈষম্য থাকবে না, অন্যায়ের জায়গা থাকবে না। ইসলামি মূল্যবোধ হবে রাষ্ট্রের চালিকাশক্তি, আর প্রতিটি নাগরিক পাবে তার ন্যায্য অধিকার ও মর্যাদা।
দাঁড়িপাল্লা প্রতীক আমাদের আদর্শের প্রতীক এটি ইনসাফ, শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রতীক। এই প্রতীকের বিজয় মানে শুধু একটি দলের জয় নয়, বরং একটি শোষিত জাতির জাগরণ। ইনশাআল্লাহ, জনগণই এবার ইতিহাস সৃষ্টি করবে। আমরা শাসক নয় আমরা সেবক হতে চাই। ভোট দিয়ে জনগণ এই আন্দোলনে সঙ্গী হলে আমরা প্রমাণ করবো, কীভাবে ন্যায়ের ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালিত হয়।
দাঁড়িপাল্লা কে যদি আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেন, আল্লাহর আইন সৎ লোকের শাসন কায়েম হবে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছলিমাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে গণসংযোগ ও পথ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছলিমাবাদ ইউনিয়ন শাখার আয়োজনে উপজেলা মডেল মসজিদ মোড় থেকে ছলিমাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।
মুফতি আলাউদ্দিন সাদীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির কাজী মো. আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ছাত্রকল্যাণ সম্পাদক মো. মহসিন, উপজেলা সেক্রেটারি মো. শামীম নূও, খিলগাঁও উত্তরের  থানার তারবিয়াত  সেক্রেটারি সেক্রেটারী মো.  ইমতিয়াজ উদ্দিন, বাঞ্ছারামপুর কল্যাণ পরিষদের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জিসান, বাঞ্ছারামপুর  পৌর সভার সাবেক সভাপতি মাসুদুর রহমান, বাঞ্ছারামপুর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. এনামুল হক, বাঞ্ছারামপুর পৌরসভার সাবেক সভাপতি মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার সভাপতি, জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Side banner