Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সুজন হত্যাকারীদের ফাঁসিতে ঝুলানো হবে: কৃষিবিদ মেহেদী হাসান পলাশ 


দৈনিক পরিবার | আলমগীর হোসেন  জুলাই ৪, ২০২৫, ১১:০১ পিএম সুজন হত্যাকারীদের ফাঁসিতে ঝুলানো হবে: কৃষিবিদ মেহেদী হাসান পলাশ 

বাঞ্ছারামপুর উপজেলার সাবেক সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের সাবেক ভিপি মরহুম শাহজাহান হাওলাদার সুজন-এর ২৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, শাহজাহান হাওলাদার সুজন হত্যা মামলা পুনঃ জীবিত করে হত্যাকারীদের ফাঁসিতে ঝুলানো হবে। 
তিনি বলেন, কিছু অর্থলোভী মোনাফেকদের কারণে শাহজালাল হাওলাদার সুজন হত্যার সঠিক বিচার হয়নি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সুজন হত্যার বিচার হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দূস মেম্বার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এড. আবদুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ মতিন,  উপজেলা বিএনপির সাংগঠনিক জেট এইচ সেলিম শুকড়ী, সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ইউনুছ বিএসসি, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতাউর রহমান লিটন, আনোয়ার হোসেন প্রমুখ।  
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, রোস্তম আলম, গোলাম মোস্তফা, করিম চেয়ারম্যান, সাখাওয়াত হোসেন, আলমগীর হোসেন, ফয়সাল বিন ইউসুফ সামী, আবু কালাম, শামীম আহমেদ, হানিফ মাঝি, হুমায়ুন কবির মেম্বার, মরহুম সুজনের মা হেনা হাওলাদার, সাবেক মেম্বার মনু মিয়া, রাশেদুল হক ভূইয়া পলাশ, আব্দুল আজিজ, মো. এরশাদ রানা, মো. জামাল চাঁন, মো. বাহার উদ্দিন, মো. খোকন, মো. ফজলুল হক, হুমায়ূন কবির, সালাউদ্দিন, আল আমিন, মোশাররফ মিয়া, নুরুল ইসলাম, বদিউল আলম ও শাহনেওয়াজ হাওলাদার।

Side banner