দেশের শীর্ষ স্থানীয় ও নির্ভরযোগ্য এয়ারলাইন্স কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইন্স সাতটি ক্যাটাগরিতে সেরা হয়েছে। শনিবার (৫ জুলাই) রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন্স অব দ্য ইয়ার-২০২৪’-এর ফলাফলে এমন স্বীকৃতি পেয়েছে এয়ারলাইন্স কোম্পানিটি।
ফলাফলে দেখা গেছে, বেস্ট অন টাইম পারফরম্যান্স (ডমেস্টিক) ক্যাটাগরিতে সিলভার, মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইনস (ডমেস্টিক) ক্যাটাগরিতে ব্রোঞ্জ, বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস (ডমেস্টিক) ক্যাটাগরিতে গোল্ড, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক) ক্যাটাগরিতে সিলভার, ডমেস্টিক এয়ারলাইন্স অব দ্য ইয়ার ২০২৪ ক্যাটাগরিতে গোল্ড, বেস্ট ইম্প্রোভড এয়ারলাইন (কম্পেয়ার টু ২০২৩) ক্যাটগরিতে গোল্ড এবং মোস্ট পপুলার এয়ারলাইন্স ব্যান্ডস ইন বাংলাদেশ ক্যাটগরিতে ১১তম হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
অনুষ্ঠানে বলা হয়, নিয়মিত আকাশ ভ্রমণকারীদের মতামত জরিপের ভিত্তিতে দুবাই ভিত্তিক এমিরেটস ‘সেরা এয়ারলাইন’, ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন’ এবং সৌদিয়া কার্গো ‘সেরা কার্গো’ এয়ারলাইন নির্বাচিত হয়েছে।
চলতি বছর অনলাইনে পরিচালিত মতামত জরিপে তিন হাজারের অধিক নিয়মিত আকাশ ভ্রমণকারী অংশগ্রহণ করেন। রেকর্ড সংখ্যক ২৩টি ক্যাটাগরিতে এবছর এয়ারলাইনগুলোকে গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়।
এছাড়াও বাংলাদেশের ভ্রমণ শিল্পের উন্নয়ন ও প্রসারে অসামান্য অবদানের জন্য গ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তৌফিক উদ্দীন আহমেদকে জুরি কমিটির বিশেষ বিবেচনায় আজীবন সম্মাননা ট্রফি দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী সাদিয়া হক, স্যাবর বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার এবং সিইও মো. সাইফুল হক, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ।
এবছর বেশ কিছু নতুন ক্যাটাগরিতে এয়ারলাইন্সগুলোকে স্বীকৃতি দেওয়া হয়, যার মধ্যে অন্যতম ছিল– বাংলাদেশে জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড। এই ক্যাটাগরিতে ১২টি এয়ারলাইনকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও গতবারের মতো এবারও সেরা এয়ারপোর্ট লাউঞ্জ ক্যাটাগরিটি অন্তর্ভুক্ত ছিল। এমটিবির এয়ার লাউঞ্জ এই ক্যাটাগরিতে গোল্ড ট্রফি, ইবিএল স্কাইলাউঞ্জ সিলভার এবং সিটি ব্যাংকের এমেক্স লাউঞ্জ ব্রোঞ্জ লাভ করে।
এবারের এয়ারলাইন অব দ্য ইয়ারে বিচারকের ভূমিকা পালন করেন বিভিন্ন সেক্টরের প্রতিনিধিত্বকারী স্বনামধন্য ব্যক্তিরা। ১১ সদস্যের এই প্যানেল প্রাপ্ত ভোট পর্যালোচনা ও যাচাই-বাছাইয়ের পর বিজয়ীদের নির্বাচিত করে।
দেশের শীর্ষ স্থানীয় এভিয়েশন ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ২০০৭ সালে বাংলাদেশে এয়ারলাইন অফ দ্য ইয়ার পুরস্কার প্রবর্তন করে। বর্তমানের আসরটি ছিল ১১তম। এবারের আসরের লিড স্পন্সরের দায়িত্ব পালন করে শীর্ষ স্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ। পার্টনার হিসেবে সহায়তা করে ইস্টার্ন ব্যাংক, জিডিএস কোম্পানি স্যাবর বাংলাদেশ, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেল ঢাকা এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস।
আপনার মতামত লিখুন :