Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে শিশুর মরদেহ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ১২, ২০২৫, ০৪:৪৯ পিএম আশুলিয়ায় সেপটিক ট্যাংকে শিশুর মরদেহ

ঢাকার আশুলিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে আট বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি শিশুটিকে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে কোনাপাড়া পুকুরপাড় এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই আকরাম হোসেন।
নিহত বায়জিদ ইসলাম আশুলিয়ার জিরানীর কোনাপাড়া পুকুরপাড় এলাকার রোজেল মিয়ার পুত্র।
এসআই আকরাম বলেন, শুক্রবার বিকালে পুকুরপাড় এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে খোজাঁখুজির এক পর্যায়ে ওই এলাকার বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেফটি ট্যাংকের ভেতরে তার লাশ দেখতে পাওয়া যায়।
পরে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।
শিশুটির বাবা রোজেল মিয়ার বলেন, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার শিশু সন্তানকে হত্যা করে লাশ গুম করার জন্য সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে যায়।
তবে কী নিয়ে শত্রুতা বা কার সঙ্গে শত্রুতা তা স্পষ্ট করেননি তিনি।
এসআই আকরাম বলেন, শিশুটি কীভাবে ট্যাংকের ভেতরে গেল। এটি হত্যা না অন্য কিছু তার রহস্য উদঘাটনে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Side banner