শনিবার (১২ জুলাই) সকালে গাইবান্ধার সার্কিট হাউজের সভাকক্ষে প্রভাতী প্রকল্পের ডিডিএম কম্পোনেন্ট এক দিনের কর্মশালার উদ্বোধন করেন। পরিচালক (এম আই এম, চ.দা.) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিতাই চন্দ্র দে সরকারের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, গাইবান্ধা জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম (রিয়াজ), গাইবান্ধা সদর উপজেলার প্রকৌশলী মো. বাবলু মিয়া, গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তরুণ কুমার দত্ত, গাইবান্ধা সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মারজান সরকার, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী গাইবান্ধা সদর আজমির হোসেন।
অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ প্রভাতী প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রমুখ কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :