বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে এক জনসভার অনুষ্ঠিত হয়। পাহাড়িয়াকান্দি ইউনিয়ন জামাতের সভাপতি মাও. সাহাদাৎ হোসাইন শাহিনের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী ডা. মো. মনির হোসেন সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ৬ (বাঞ্ছারামপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা।
তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস নির্মূল সম্ভব।
প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা জামাতের আমীর মো: আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি মো. শামীম নুর ইসলাম, উপজেলা সহকারী সেক্রেটারি মুফতি মো. আলাউদ্দিন সাদী।
আরো যারা বক্তব্য রাখেন পৌর জামাতের সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এনামুল হক, উজানচর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী লিটন মিয়া, উপজেলা কর্মপরিষদ সদস্য ও তেজখালী ইউনিয়নের সভাপতি ডা: সাইদুর রহমান, দরিয়াদৌলত ইউনিয়ন এর সভাপতি মাওলানা খলিলুর রহমান, সদর ইউনিয়ন সভাপতি মো আবু কাউছার, পাহাড়িয়াকান্দি ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মো আবু ইউসূফ, সোনারামপুর ইউনিয়ন সভাপতি মো. সোহরাফ হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. মাহিনুর রহমান।
জনসভায় বক্তারা দেশব্যাপী ইসলামী রাজনীতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আপনার মতামত লিখুন :