Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

চিত্র পরিচালক দিলীপ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী আজ


দৈনিক পরিবার | রবিউল ইসলাম রাজ জুলাই ১২, ২০২৫, ০৪:৩০ পিএম চিত্র পরিচালক দিলীপ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী আজ

সামাজিক সেন্টিমেন্টের মাস্টার মেকার চিত্র পরিচালক দিলীপ বিশ্বাস। আজ তার ১৯তম মৃত্যু বার্ষিকী। ২০০৬ সালে ১২ জুলাই আজকের এই দিনে মারা যান তিনি। 
১৯৪৬ সালে পিরোজপুর জেলায় চাঁদকাঠি গ্রামে জন্ম গ্রহণ করেন দিলীপ বিশ্বাস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করেন। পড়াশুনা পাশাপাশি থিয়েটারে নাটকে অভিনয় করতেন। পরে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। 
তার অভিনীত কিছু ছবির মধ্যে রয়েছে ১. আনোয়ারা, ২. সমাধান, ৩. স্বীকৃতি, ৪. নতুন নামে ডাকো, ৫. দুই ভাই, ৬. অতিথি, ৭. রংবাজ। 
পাশাপাশি তিনি জহির রায়হান এর সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন এবং প্লে-ব্যাক সিঙ্গার হিসেবেও গান গেয়েছেন দিলীপ বিশ্বাস। 
১৯৭৩ সালে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে “সমাধি” ছবিটি নির্মাণ করেন। ছবিটি ১৯৭৪ সালের ১২ই মার্চ মুক্তি পায় এবং সুপারহিট হয়। এই ছবির “মাগো মা ওগো মা আমারে বানালী তুই দিওনা” শিরোনামের গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
দিলীপ বিশ্বাস পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হলো ১. সমাধি: রাজ্জক, উজ্জ্বল, সুচরিতা-১৯৭৪, ২. অনুরোধ: রাজ্জাক, কবরী-১৯৭৬, ৩. আসামী: রাজ্জাক, শাবানা, সুচরিতা-১৯৭৮, ৪. বন্ধু: রাজ্জাক, ববিতা, উজ্জল, অলিভিয়া-১৯৭৮, ৫. দাবী: ববিতা, উজ্জল-১৯৭৮, ৬. জিঞ্জির: রাজ্জাক, শাবানা, সোহেল রানা, সুচরিতা, আলমগীর, অঞ্জনা-১৯৭৯, ৭. আনারকলি: রাজ্জাক, ববিতা, সোহেল রানা, অঞ্জনা, রোজিনা-১৯৮০, ৮. অংশিদার: রহমান, আনোয়ারা, রাজ্জাক, শাবানা, জাফর ইকবাল, অঞ্জনা-১৯৮১, ৯. অপমান: শাবানা, বুলবুল আহমেদ, জাফর ইকবাল, জুলিয়া-১৯৮৩, ১০. অস্বীকার: শাবানা, আলমগীর, সোহেল রানা, সুচরিতা-১৯৮৫, ১১. অপেক্ষা: শাবানা, আলমগীর, জাফর ইকবাল, সুচরিতা-১৯৮৭, ১২. অজান্তে: শাবানা, আলমগীর, সোহেল রানা, সুচরিতা, ইমরান, পাপড়ি-১৯৯৩, ১৩. মায়ের মর্যাদা: সোহেল রানা, ববিতা, মান্না, মৌসুমী, শাকিব খান, শাবনুর-২০০৬। 

Side banner