ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভা ও গণসংযোগে অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেন, জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনলে এই দেশ বৈষম্য মুক্ত হবে। বৈষম্য মুক্ত সমাজ গঠনের একমাত্র গ্যারান্টি ইসলাম।
মঙ্গলবার (৮ জুলাই) বিকালে আইয়ূবপুর ইউনিয়নের বাঁশগাড়ী মোড়, দশআনী মোড়, ইউনিয়ন পরিষদ চত্বর, চর ছয়ানী, কানাইনগর বাজার ও কড়িকান্দি ফেরিঘাটে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন আইয়ূবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. হাবিবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মো. জাকারিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একটিই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। যেখানে বৈষম্য থাকবে না, অন্যায় থাকবে না, ইসলামি মূল্যবোধ হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি এবং প্রতিটি নাগরিক পাবে তার ন্যায্য অধিকার ও সম্মান।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লা প্রতীক মানেই ইনসাফ, শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রতীক। এটি কোনো দলের প্রতীক নয় এটি শোষিত জাতির জেগে ওঠার চিহ্ন। আমরা শাসক হতে চাই না, আমরা জনগণের সেবক হতে চাই।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আবুল বাশার। আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুফতি আলাউদ্দীন সাদী, বাঞ্ছারামপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. এনামুল হক, পৌরসভার সাবেক সভাপতি মাসুদুর রহমান, উজানচর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আলী (লিটন) মিয়া, সোনারামপুর ইউনিয়নের সভাপতি মো. সোহরাব মিয়া এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. ফারুকুল ইসলাম।
বক্তারা বলেন, শহীদ আবু সাঈদ মুগ্ধ, ওয়াশিমসহ যারা জীবন দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনেছেন তাদের রক্তের ঋণ শোধ করতেই একটি ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
সকল বক্তার কণ্ঠে ছিল একটি কথা “দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে ইনশাআল্লাহ সৎ ও ইনসাফপূর্ণ শাসনব্যবস্থা প্রতিষ্ঠা হবে।”
আপনার মতামত লিখুন :