সাতক্ষীরায় সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে রংপুরের পীরগাছা উপজেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রংপুর বিভাগীয় কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদায়নের পর তিনি সংশ্লিষ্ট এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাকে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় ক্ষমতা প্রদান করা হয়েছে। এছাড়া সার্টিফিকেট মামলা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়।
গত ২১ এপ্রিল সাতক্ষীরার তালায় কালের কণ্ঠের সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন ইউএনও শেখ রাসেল। গত ২৪ এপ্রিল বিকেল সাতক্ষীরা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান টিপু।
এ ঘটনার পর গত ৫ মে তাকে রংপুর বিভাগে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
আপনার মতামত লিখুন :