Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রে হামলা


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ১২, ২০২৫, ০৪:৫৩ পিএম ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্রে হামলা

ইউক্রেইনে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রোমানিয়ার সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় শহর চের্নিভৎসিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। শনিবার ভোররাতে রাশিয়া ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে ব্যাপক হামলা চালায়, পাশাপাশি দেশটির অন্যান্য অঞ্চলেও হামলা চালায়। এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিমাঞ্চলীয় লভিভ, লুটস্ক ও চের্নিভৎসি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয় সিবিহা।
সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে সিবিহা বলেন, রাশিয়া কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আরেকটি হামলা চালিয়েছে, এতে আবাসিক এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বেসামরিকরা নিহত ও আহত হয়েছেন।
চের্নিভৎসি র মেয়র রুস্লান জাপারানিউক জানিয়েছেন, রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র শহরটিতে আঘাত হেনেছে, এতে দুইজন নিহত ও আরও ১৪ জন আহত হয়েছেন।
রোমানিয়া ও ইউক্রেইনের সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের এই শহরটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে বেশ কয়েকটি জায়গায় আগুন ধরে যায়। এর পাশাপাশি প্রশাসনিক ভবন ও আবাসিক বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে অঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন।
ইউক্রেন ও পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী লভিভ শহরে মেয়র আন্দ্রিয়্ সাদোভিই জানান, রাশিয়ার হামলায় নগরীর ৪৬টি বাড়ি, একটি বিশ্ববিদ্যালয় ভবন, নগরীর আদালত, ছোট ও মাঝারি প্রায় ২০টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

Side banner