Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

তিতাসে রাস্তার পাশে যুবকের গলাকাটা লাশ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ১২, ২০২৫, ০৪:৪৬ পিএম তিতাসে রাস্তার পাশে যুবকের গলাকাটা লাশ

কুমিল্লার তিতাস উপজেলায় সড়কের পাশ থেকে বরিশালের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান তিতাস থানার ওসি মো. শহীদ উল্ল্যাহ।
নিহত ইমতিয়াজ ওরফে রিয়াজ (৩০) বরিশালের কাজিরহাট থানার রতনপুর এলাকার দুলাল হাওলাদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে মহাসড়কের পাশে জিয়ারকান্দি গুলবাগ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গলাকাটা লাশের পাশে একটা রক্তমাখা ছুরি পাওয়া গেছে। পরে সিআইডির ক্রাইমসিন শাখার সদস্যরা যুবকের পরিচয় শনাক্ত করেন।
তিতাস থানার ওসি মো. শহীদ উল্ল্যাহ জানান, শুক্রবার রাতে কোনো এক সময় খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে শুধুমাত্র গলায় কাটা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্ত হয়েছে; এখন দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানান তিনি।

Side banner