চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ বছরের এক শিশুকে অপহরণের পর বলাৎকারের অভিযোগে বেলাল (৩০) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন একটি মাদরাসা থেকে ১০ বছরের এক শিশুকে অপহরণ করে একই মাদরাসার এক শিক্ষক। খবর পেয়ে একই দিন রাত সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী চকরিয়া পৌরসভা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত শিক্ষক বেলালকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, অভিযুক্ত শিক্ষক বেলাল অপহরণের পূর্বে এবং পরে চকরিয়া হোটেলে রেখে ইচ্ছার বিরুদ্ধে তাকে বলাৎকার করেছে এবং কাউকে বললে হত্যার হুমকি দিয়েছে।
অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। তিনি জানান, অপহরণের আগেও শিক্ষক বেলাল উদ্দিন শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছেন এবং কাউকে না বলার চাপ দিতেন। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসায় ঘটনার সত্যতা পেয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :