Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৮, ২০২৫, ১০:৪৯ এএম ট্রাম্পকে নোবেল পুরস্কারে মনোনয়নের সুপারিশ নেতানিয়াহুর

বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে সুপারিশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে নৈশভোজের এক অনুষ্ঠানে ট্রাম্পের কাছে নোবেল মনোনয়ন পত্রটি তুলে দেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েলের
নেতানিয়াহু বলেন, ট্রাম্প আমাদের কথায় বিভিন্ন দেশ ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন। তাই, আমি আপনার (ট্রাম্প) কাছে নোবেল পুরস্কার কমিটিকে পাঠানো আমার চিঠিটি উপস্থাপন করতে চাই। এটি আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে, যা যথেষ্ট প্রাপ্য।
মনোনয়নপত্রটি মার্কিন প্রেসিডেন্ট গ্রহণ করে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে এসেছে... এটি খুবই অর্থবহ। এটি একটি মহান সম্মানের।
এদিকে, নৈশভোজের আগে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, আমি আপনার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করছি। এই প্রশংসা কেবল সমস্ত ইসরাইলির নয়, বরং ইহুদি জনগণ এবং বিশ্বজুড়ে অনেক ভক্তের।
এরপর দুই রাষ্ট্রনেতার নৈশভোজের শুরুতে ট্রাম্প নেতানিয়াহু এবং তার স্ত্রী সারাকে আতিথ্য দেওয়াকে সম্মানের বলে অভিহিত করেন। তিনি বলেন, আমাদের সাথে নেতানিয়াহু এবং সারা থাকা সম্মানের। আমার দীর্ঘদিনের বন্ধু এবং আমরা একসাথে অসাধারণ সাফল্য পেয়েছি এবং আমি মনে করি ভবিষ্যতে এটি আরও বড় সাফল্য পাবে।
 উল্লেখ্য, চলতি বছরের জুনে ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য ‘আনুষ্ঠানিক মনোনয়ন’ দিতে নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন বাডি কার্টার নামে মার্কিন এক কংগ্রেস সদস্য।

Side banner