চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুরে মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে বলাৎকারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দর্শনা থানায় একটি মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, গত ১০ দিন আগে আমার মাদ্রাসা পড়ুয়া বাকপ্রতিবন্ধী শিশুকে একটি ফাঁকা মাঠে নিয়ে বলাৎকার করে একই এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর। এ ঘটনার প্রায় ৮ দিন পর একজন প্রত্যক্ষদর্শী আমাদের বিষয়টি জানান। পরে আমার মা অর্থাৎ শিশুটির দাদি শিশুটিকে জিজ্ঞাসা করলে পুরো ঘটনার বিস্তারিত জানায়।
ঘটনার ৮ দিন পর কেন জানাজানি হলো এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছিল। মৃত্যুর ভয় দেখিয়ে কাউকে বলতে নিষেধ করেছিল। তাই ভয়ে কাউকেই কিছু বলেনি। এমনকি এ ঘটনার পর আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। এখনো ব্যথায় কাতরাচ্ছে।
তিনি আরও বলেন, এ ঘটনা জানার পর গত পরশু রবিবার সন্ধ্যায় গ্রাম্য সালিশের আয়োজন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা। সেখানে বিচারে অভিযুক্ত কিশোরকে ২ হাজার টাকা জরিমানা এবং ২০টা বেতের বাড়ির সিদ্ধান্ত হয়। একজন বাবা হয়ে আমি এই সালিশ মানিনি। পরে আইনি সহায়তার জন্য গতকাল সোমবার সকালে ছেলেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসি।
এদিকে, ঘটনাটি চাওর হলে সংশ্লিষ্ট থানা পুলিশের নজরে আসে। তাৎক্ষণিকভাবে পুলিশ ওই পরিবারের সাথে যোগাযোগ করে। রাতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত কিশোরকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, সোমবার রাত ১০টা ১০ মিনিটের দিকে মামলা রুজু করা হয়েছে। এরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। আজ মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
আপনার মতামত লিখুন :