Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

রাউজান প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | রয়েল দত্ত জুলাই ৭, ২০২৫, ০৫:০৯ পিএম রাউজান প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রাউজান উপজেলা সদরের জলিল নগরস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় আলোচ্য সূচির উপর আলোকপাত করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনসারি, সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সিনিয়র সদস্য আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রয়েল দত্ত।
আলোচনা সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, ১৯৮০ সালে প্রতিষ্ঠার পর থেকে রাউজান প্রেসক্লাব উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধনে সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা ধরে রেখেছে। আগামীতেও সংগঠনের ঐতিহ্য ধারণ করে পথ চলার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে পবিত্র আশুরা উপলক্ষে সংগঠনের দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইসলামি ফাউন্ডেশন রাউজান উপজেলা কর্মকর্তা মাওলানা হাসান মুরাদ মাইজভাণ্ডারী।

Side banner