Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

দিনাজপুরে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ নেতা আটক


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার জুলাই ৭, ২০২৫, ০১:১৫ পিএম দিনাজপুরে ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ নেতা আটক

দিনাজপুরের বিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে বিরামপুর থানা পুলিশ। আজ সোমবার গভীর রাতে নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 
আটকৃতরা হলেন, দিওড় ইউনিয়নের বৈদাহার গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌরসভার সারাংগপুর এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে মাসুদুর রহমান (৫২)। এদের মধ্যে আব্দুল মালেক মন্ডল দিওড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি এবং মাসুদুর রহমান পৌর যুবলীগের সদস্য বলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক নিশ্চিত করেছেন। 
খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার বিভিন্নস্থানে আসামিদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল মালেক মন্ডল ও মাসুদুর রহমানের বিরুদ্ধে নাশকতা চালিয়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ থাকায় তাদের আটক করা হয়। 
জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক জানান, নাশকতা চালিয়ে বিভিন্নস্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ থাকায় দুই আসামিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Side banner