Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

গাইবান্ধা জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুইশত সুপারি গাছ রোপণ


দৈনিক পরিবার | শাহিন নুরী জুলাই ৮, ২০২৫, ১১:০৬ এএম গাইবান্ধা জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুইশত সুপারি গাছ রোপণ

গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সোমবার (৭ জুলাই) বিকেলে দুইশত সুপারি গাছ রোপণের শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং ঈদগাহ ট্রাস্টবোর্ড এর কেন্দ্রীয় মাঠ গাইবান্ধার সভাপতি চৌধুরী মোয়াজ্জম আহমদ। 
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঈদগা মাঠের সম্পাদক এস এম  রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাকিবুর রহমান। 
উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদ আল হাসান, সদর উপজেলার কৃষি অফিসার মো. শাহাদৎ হোসেন, সদর উপজেলার এলজিইডির প্রকৌশলী মো. বাবলু মিয়া, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী ইঞ্জিনিয়ার মো. জুবায়ের হোসেন, ঈদগা মাঠের মুখপাত্র এ এস এম হুমায়ুন ইকবাল অ্যাডভোকেট। 
উক্ত ঈদগা মাঠে দুইশত সুপারি গাছ রোপণের পর ঈদগা মাঠে উপস্থিত সবাইকে নিয়ে দোয়া করেন গাইবান্ধা বড় মসজিদের পেশ ইমাম ও গাইবান্ধা কেন্দ্রীয় ঈদগা মাঠের খতিব মুফতি মাহমুদুল হাসান।

Side banner