Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

এবারও শীর্ষে ফেনী গার্লস ক্যাডেট কলেজ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জুলাই ১০, ২০২৫, ০৮:৫২ পিএম এবারও শীর্ষে ফেনী গার্লস ক্যাডেট কলেজ

ফেনীর ছয় উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৩২ জন শিক্ষার্থী। তারমধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫১ জনই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জেলায় এবার শতভাগ পাস করেছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলায় এবার এসএসসি পরীক্ষায় ১৬ হাজার ৪৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তার মধ্যে কৃতকার্য হয়েছে ১০ হাজার ৯৬৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ১২৫ জন। এ ছাড়া দাখিলে ৫ হাজার ৮১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪ হাজার ৬১ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০৭ জন।
সূত্র জানায়, জেলায় শতভাগ পাস করেছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে। তারমধ্যে রয়েছে-ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, করইয়া উচ্চ বিদ্যালয়, ফেনী পুলিশ লাইন্স স্কুল, হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও স্টারলাইন স্প্রাউট স্কুল।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক বলেন, শিক্ষার্থীরা অন্যান্য বছরের মতো এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। সেনা সদস্যদের দিকনির্দেশনা, প্রশিক্ষিত শিক্ষকদের আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ এই ফলাফল অর্জনে ভূমিকা রেখেছে। এজন্য সকল পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে অভিবাদন জানাই।

Side banner