Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

গংগাচড়ায় সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. আফ্ফান হোসাইন আজমীর জুলাই ১৫, ২০২৫, ০৬:৩৮ পিএম গংগাচড়ায় সাংবাদিকদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরের গংগাচড়া উপজেলার জনগণের অর্থনৈতিক উন্নয়ন, মানসম্মত শিক্ষা, শিশু সুরক্ষা, শিশু নেতৃত্ব বিকাশ, মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নকল্পে সাংবাদিকগণের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১১ টায় ওয়ার্ল্ড ভিশনের গংগাচড়া উপজেলা অফিসের সভা কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংস্থার ম্যানেজার লিওবার্ট চিসিম বলেন, গংগাচড়া উপজেলায় ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ শিশুদের সার্বিক কল্যাণের লক্ষ্যে অর্থনৈতিক উন্নয়ন, মান সম্মত শিক্ষা, শিশু সু-রক্ষা, শিশু ও মাতৃ স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি উন্নয়নসহ স্বাস্থ্যসম্মত পানি নিয়ে কাজ পরিচালনা করে আসছে। উক্ত উন্নয়নমূলক কাজকে গতিশীল করার লক্ষ্যে উপস্থিত সাংবাদিকগণকে আহবান করেন।    
এসময়ে সাংবাদিকগণ এলাকার উন্নয়নে বিভিন্ন সুপারিশমালা ও মতামতসহ বাল্যবিবাহ, শিশু শ্রম ও মাদক প্রতিরোধে জোড়ালো পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

Side banner