Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

চট্টগ্রামে সিআরএ ‘সম্মাননা স্মারক’ পেলেন গৌরাঙ্গ দেবনাথ অপু


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৫, ১২:০১ পিএম চট্টগ্রামে সিআরএ ‘সম্মাননা স্মারক’ পেলেন গৌরাঙ্গ দেবনাথ অপু

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু ‘সাংবাদিকদের অধিকার’ প্রতিষ্ঠা নিয়ে কাজের স্বীকৃতিস্বরূপ এবার সিআরএ ‘সম্মাননা স্মারক ২০২৫’ পেয়েছেন।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা কেন্দ্রীয় সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির’ (বিএসসি) যুগ্ম আহ্বায়ক ও ‘মুখপাত্র’ হিসেবে কাজ করছেন তিনি।
গত শনিবার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিক অপুকে এ ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। 
এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘প্রধান অতিথি’ ছিলেন চট্টগ্রামের এডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী।
এ সময় মঞ্চে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, প্রবীণ সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, জামায়াতে ইসলামীর মনোনীত স্থানীয় সংসদ সদস্য প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, আরজেএফ-এর চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, দৈনিক দেশের পত্র সম্পাদক রুফায়দাহ পন্নী, চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, মোহনা টেলিভিশনের নিউজ এডিটর আবু আবিদ, সিআরএ-এর উপদেষ্টা, বিশিষ্ট সংগীতশিল্পী মাসুম বিল্লাহ ফারদিন, সিআরএ সেক্রেটারি নূরুল আমীন খোকন, বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব মো. রুবেল মিয়াসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারক পাওয়া সিনিয়র সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠক ও নন্দিত উপস্থাপক গৌরাঙ্গ দেবনাথ অপু ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক প্রজাবন্ধু’তে ১৯৮৬ সালে ‘নবীনগর প্রতিনিধি’ হিসেবে সাংবাদিকতায় যুক্ত হন। 
এরপর তিনি জাতীয় দৈনিক প্রথম আলো, দৈনিক বাংলা, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় যুক্ত ছিলেন। সর্বশেষ দৈনিক কালের কণ্ঠে বর্তমানে ‘আঞ্চলিক প্রতিনিধি’ হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে সাংবাদিকতা করছেন।
দীর্ঘ ২৮ বছর ধরে গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকা সাংবাদিক অপু ইতোমধ্যে সাংবাদিকতা, উপস্থাপনা ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে অসংখ্য সম্মাননা স্মারক পেযেছেন। 
সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা নিয়ে সর্বদা সোচ্চার থাকা সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু আগামী দিনেও সুসাংবাদিকতার পক্ষে ও অপসাংবাদিকতার বিরুদ্ধে কাজ করতে সকল মহলের কাছ থেকে দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Side banner