Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বজ্রপাত রোধে নাসিরনগরের রাস্তার পাশে তালের চারা রোপণ


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি জুলাই ১৪, ২০২৫, ০৮:৪৪ পিএম বজ্রপাত রোধে নাসিরনগরের রাস্তার পাশে তালের চারা রোপণ

বজ্রপাতে প্রানহানির মত ভয়াবহতা রোধ করার উদ্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হাওর অঞ্চলের বিভিন্ন রাস্তার পাশে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে তালের চারা রোপণ কর্মসুচী বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার (১৪ জুলাই) উপজেলার কুন্ডা, চৈয়ারকুড়ি বেড়িবাধ রাস্তার পাশে তালের চারা রোপণ কর্মসুচির শুভ উদ্ভোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন। 
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসাইন, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দীন ভূইয়া ,উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, এই কর্মসুচীর আওতায় নাসিরনগর উপজেলার ৬ টি রাস্তার পাশে মোট ২৫০ টি তালের চারা রোপনের পরিকল্পনা নেয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত ১১ মে’ ২৫ তারিখে উপজেলার টেকানগর গ্রামে বজ্রপাতে একসাথে ৩ জনের মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল এবং ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এই তালের চারা রোপণ কর্মসুচীকে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে এলাকার সর্বস্তরের জনগণ। সাম্প্রতিক কয়েক বছরে নাসিরনগর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশী প্রাণহানির ঘটনা ঘটেছে বজ্রপাতে। 

Side banner