গাইবান্ধায় শিক্ষিত বেকার যুবক ও যুব নারীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করার জন্য গাইবান্ধার জেলা প্রশাসন ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত “ফ্রিল্যান্সিং ফর ফিউচার” শীর্ষক প্রশিক্ষণ কোর্সে আবেদনকারীদের মধ্য হতে প্রশিক্ষণার্থী বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) গাইবান্ধা সরকারি কলেজে অনুষ্ঠিত এ পরীক্ষায় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ সরকার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুকান্ত কুন্ডু, গাইবান্ধা দেশ আইটির প্রতিষ্ঠাতা পরিচালক গাইবান্ধার সেরা ফ্রিল্যান্সার মোঃ শাহাদাত হোসেন।
ইতোপূর্বে এই প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদানের জন্য সমগ্র গাইবান্ধার ৩৬ জন প্রশিক্ষক বাছাই করে তাদেরকে “ট্রেইন দ্য ট্রেইনার” শীর্ষক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, গাইবান্ধায় কোন প্রকার ভারি কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান না থাকায় বেকার যুবকদের জন্য বেকারত্ব হ্রাস এবং নতুন কর্মসংস্থান সৃজন করার লক্ষ্যে ফ্রিল্যান্সিং কোর্স এর মাধ্যমে কর্মদক্ষ করে গড়ে তোলার জন্য গাইবান্ধার জেলা প্রশাসন ও গাইবান্ধা জেলা পরিষদ এই উদ্যোগ গ্রহণ করে। এই উদ্যোগে সাড়া দিয়ে গাইবান্ধা জেলার সকল উপজেলা থেকে সর্বমোট ৪০০০ হাজার প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী যুবক ও যুবতী নারী আবেদন করেন। ১২ জুলাই শনিবার তারা পরীক্ষায় অংশগ্রহণ করে।
সঠিক মূল্যায়নের মধ্য দিয়ে পরীক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত কম/বেশী ৮০০ জন যুবক ও যুবনারী চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে ধাপে ধাপে ফ্রিল্যান্সিং কোর্স সম্পূর্ণ করার মধ্য দিয়ে আত্মনির্ভরশীল গড়ে তুলবে গাইবান্ধার জেলা প্রশাসন।
উল্লেখ্য যে গাইবান্ধায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে আগ্রহী প্রার্থীদের বাছাই পরীক্ষার খাতা দেখা শেষ উপজেলা ভিত্তিক রেজাল্ট পাবলিস্ট করবে গাইবান্ধা জেলা প্রশাসন।
আপনার মতামত লিখুন :