নারায়ণগঞ্জ রূপগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়।
রূপগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমানুর নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস, রুপগঞ্জ মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. শুভাগত সাহা, ডা. প্রিয়াংকা দাসসহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মচারীগণ।
সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণের গুরুত্ব এবং পরিবার পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
পরে প্রধান অতিথি পরিবার পরিকল্পনার শ্রেষ্ঠ পুরষ্কারপ্রাপ্তদের মাঝে পাঁচটি ক্যাটাগরিতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
আপনার মতামত লিখুন :