Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

অনিল কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ঐশ্বরিয়ার অস্বস্তি


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক আগস্ট ২৮, ২০২৫, ০৯:১৯ এএম অনিল কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে ঐশ্বরিয়ার অস্বস্তি

বলিউডে প্রায়ই শুটিং ফ্লোরে এমন মুহূর্ত ঘটে, যা নায়ক নায়িকার জন্য চমকপ্রদ এবং অস্বস্তিকর উভয়ই হতে পারে। তেমনই এক ঘটনা ঘটেছিল অনিল কাপুর ও ঐশ্বরিয়া রাইয়ের একটি সিনেমার শুটিং সেটে। 
২০০০ সালের কথা। তখন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সুপারহিট ছবি হামারা দিল আপকে পাস হে, যেখানে অভিনয় করেছিলেন অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সোনালি বেন্দ্রে।
ঐশ্বরিয়া তখন নতুনত্বের ধাপ অতিক্রম করছিলেন, বলিউডে তার সাফল্য স্থায়ী হয়নি, যদিও তাল ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ঠিক তখনই পরিচালক সতীশ কৌশিক নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। 
অনিল কাপুর তখন সতীশকে ঐশ্বরিয়াকে নিতে প্রস্তাব দেন। প্রথমে সতীশ রাজি ছিলেন না, কিন্তু অনিলের পরামর্শে তিনি ছবিতে ঐশ্বরিয়াকে চুক্তিবদ্ধ করেন। কিন্তু শুটিং ফ্লোরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা। এক শয্যা দৃশ্যে শুট করা হচ্ছিল। বিছানায় শুয়ে ছিলেন অনিল ও ঐশ্বরিয়া। “অ্যাকশন” শব্দেই অনিল ঐশ্বরিয়াকে কাছে টানেন এবং চুম্বনের দৃশ্যে এগিয়ে যান। 
হঠাৎ ঐশ্বরিয়া চিৎকার করে ওঠেন এবং দ্রুত রুম ছেড়ে বেরিয়ে মেকআপ রুমে চলে যান। পরবর্তীতে জানা যায়, ঐশ্বরিয়া শয্যা দৃশ্যে অভিনয় করতে অস্বস্তিতে ছিলেন। এই কারণে তার চিৎকার। 
নায়িকার অনুরোধ অনুযায়ী, পরবর্তী সেই দৃশ্য শুটিং থেকে বাদ দেয়া হয়। এমনকি সিনেমার অংশ থেকেও ছেটে ফেলা হয়।

Side banner