কথায় কথায় মেজাজ হারানোর স্বভাব নতুন নয় বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের কাছে। আগে শুধু ছবিশিকারি দেখলেই রেগে যেতেন। কিন্তু যত দিন যাচ্ছে, রাগ যেন বাড়ছে তার। অনুরাগী থেকে নিজের দলের কর্মী, কাউকে যেন ছাড় দেন না।
তবে মায়ের মেজাজ সম্পর্কে অবহিত অভিষেক বচ্চন। অভিনেতা নিজেও জানিয়েছেন, মায়ের দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। এবার এল আরেক তথ্য। মা জয়া বচ্চনের সঙ্গে নাকি জামাকাপড় কিনতে যেতে চান না অভিষেক। আর এ বিষয়ে বাবা অমিতাভের সঙ্গেই স্বচ্ছন্দ তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল বিমানবন্দরে তার মাকে দেখলে ছবি তোলার জন্য ছবিশিকারিরা হুড়োহুড়ি করেন না। যদিও অভিষেক নিজে মায়ের মেজাজের কারণে তার সঙ্গে জামাকাপড় কিনতে যেতে চান না, এমন নয়।
অভিনেতার কথায়, আমার মা ১২ বছর বয়স পর্যন্ত তার মর্জিমতো জামা পরিয়েছেন, আর নয়। আমার মায়ের সঙ্গে কোথাও খেতে যেতেই ভালো লাগে। কারণ মা বাঙালি, আর বাঙালিদের খাবারের বিষয়ে জ্ঞান বেশ ভালো। জামাকাপড় কেনাকাটার ব্যাপারটা বাবার সঙ্গেই করি।’
আপনার মতামত লিখুন :