Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি সেপ্টেম্বর ১২, ২০২৫, ১১:৩১ পিএম শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে ঝিকরগাছায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পারবাজার শিব মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী। 
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযপন পরিষদের সহ-সভাপতি নন্দ দেবনাথ, পৌর পূজা পরিষদের সভাপতি উজ্জল দাস বাবু ও সেক্রেটারী পলাশ পাল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও ভুপালী সরকার বলেন, নির্বিঘ্নে এবারের পূজা উদযাপন করতে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, আনসার বাহিনীর সাথে উপজেলার সদল দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব পালন করবেন। এছাড়া পূজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পূজা মন্দিরের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, পুজা কমিটির সদস্যদের মোবাইল নাম্বার টাঙ্গিয়ে রাখা বাধ্যতামুলকসহ উপজেলা কমিটির একটি অনলাইনে গ্রুপ করা হবে বলেও জানান তিনি।

Side banner