Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে অভিনেত্রী শার্লিন চোপড়া


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক নভেম্বর ১৪, ২০২৫, ০৪:৪২ পিএম আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে অভিনেত্রী শার্লিন চোপড়া

ভারতের অন্যতম আলোচিত অভিনেত্রী শার্লিন চোপড়া। প্রায়ই উগ্র পোশাক, বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় এসেছেন তিনি। এবার এই অভিনেত্রী সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের কারণে সৃষ্ট শারীরিক জটিলতা নিয়ে ভুগছেন বলে জানা গেল। মূলত, বক্ষস্থলের আকার বৃদ্ধি করার জন্য অস্ত্রোপচার করেছিলেন তিনি; যার ফলে বড় বিপদের মুখে অভিনেত্রী, ছুটছেন হাসপাতালে। 
ভারতীয় গণমাধ্যমে খবর, এই অভিনেত্রীর পিঠে, ঘাড়ে ও কাঁধে তীব্র ব্যথা অনুভব করায় তিনি ফের হাসপাতালে ছোটেন, সেখানে গিয়ে অস্ত্রোপচার করে কৃত্রিম ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে শার্লিন চোপড়া জানান, গত কয়েক বছর আগে তিনি কৃত্রিম উপায়ে স্তনবৃদ্ধি করেছিলেন। এর ফলে তার শরীরের ঊর্ধাঙ্গের ওজন বেড়ে যায়। এই অতিরিক্ত ওজনের কারণেই সম্প্রতি পিঠ, ঘাড়, বুক ও কাঁধে অসহনীয় ব্যথা শুরু হয়। শারীরিক অস্বস্তি বাড়তে থাকায় তিনি চিকিৎসকদের পরামর্শ নেন।
পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, এই ব্যথার মূল কারণ হলো অতিরিক্ত ভারী স্তন। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে অভিনেত্রী দ্রুত ‘ইমপ্ল্যান্ট’ অপসারণের সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি তিনি সেই অস্ত্রোপচার করান।
শার্লিন আরও জানান যে, স্তন ছাড়া মুখেও তিনি ‘ফিলার’ ব্যবহার করেছিলেন। কিন্তু নিজের আসল রূপ ফিরে পেতে গত বছরের আগস্ট মাসেই মুখের সমস্ত ফিলার সরিয়ে ফেলেন। তিনি বর্তমানে ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করে অপেক্ষাকৃত হালকা জীবনযাপন শুরু করেছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Side banner