না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু। তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। কেউ বলছেন হত্যা, কেউ বলছেন আত্মহত্যা। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে ৪টা ৫৬ মিনিটে হিমুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিনয়শিল্পী সংঘ। অভিনেত্রীর মৃত্যুর পর মেকআপ ম্যান মিহির এবং হিমুর এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ সময় হিমুর মরদেহ এবং মিহিরকে হাসপাতালে রেখেই পালিয়ে যায় অভিনেত্রীর সেই বন্ধু। পুলিশ মিহিরকে সঙ্গে নিয়ে হিমুর সেই বন্ধুকে খুঁজছে।
জানা গেছে, হিমুর শরীরে একটি দাগের চিহ্ন পাওয়া গেছে। তাই পোস্ট মর্টেমের আগে এটা নিশ্চিত হওয়া যাচ্ছে না, এটা আদৌ আত্মহত্যা নাকি হত্যা। ময়নাতদন্তের পরই জানা যাবে হিমুর মৃত্যুর আসল ঘটনা।
লক্ষ্মীপুরের মেয়ে হোমায়রা হিমু মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।
ছোট পর্দার পাশাপাশি হিমু নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে এই ভুবনে তার অভিষেক হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রে ‘অরু’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। ‘তোরে কত ভালোবাসি’ শিরোনামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন হিমু। সাওতালদের নিয়ে গড়ে উঠেছে এর গল্প। দেওয়ান নাজমুল পরিচালিত এ চলচ্চিত্র এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
আপনার মতামত লিখুন :