Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

বিচ্ছেদের সিদ্ধান্ত মাহির


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৪৭ পিএম বিচ্ছেদের সিদ্ধান্ত মাহির

দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আলাদা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজ। কয়েক মাস ধরেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কানাঘুষো চলছিল। গুঞ্জন ছিল, তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তবে এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও বছরের প্রথম সপ্তাহেই বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত ভক্তদের জানিয়ে দিলেন এই যুগল। 
সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানান, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এই বিচ্ছেদের পেছনে কোনো তিক্ততা বা তৃতীয় কোনো ব্যক্তির হাত নেই বলে দাবি করেছেন এই তারকা দম্পতি। 
একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই তারা দাম্পত্য জীবনের ইতি টানছেন। বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের পথ আলাদা হলেও বন্ধুত্ব আগের মতোই অটুট থাকবে। এই সিদ্ধান্তের পেছনে কোনো খলচরিত্র বা নেতিবাচকতা নেই। আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবেই পাশে থাকব।’
তিন সন্তানের মা-বাবা জয় ও মাহি। দাম্পত্য সম্পর্কের ইতি ঘটলেও সন্তানদের ভবিষ্যতের প্রশ্নে কোনো আপস করছেন না তারা। আমির খান-কিরণ রাও কিংবা হৃতিক রোশান-সুজান খানের মতো তারাও হাঁটছেন ‘কো-প্যারেন্টিং’ বা যৌথ অভিভাবকত্বের পথে। 
তারা জানিয়েছেন, মা-বাবা হিসেবে সন্তানদের সব দায়িত্ব তারা আজীবন একসাথেই পালন করবেন। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেছেন এই জুটি। তাদের মতে, একে অপরের প্রতি সম্মান রেখেই বিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা।

Side banner