Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

পদোন্নতি পেয়ে সহকারি অধ্যাপক হলেন ডা. কিবরিয়া


দৈনিক পরিবার | আশিকুর রহমান চৌধুরী পনি আগস্ট ১৩, ২০২৪, ০৫:১০ পিএম পদোন্নতি পেয়ে সহকারি অধ্যাপক হলেন ডা. কিবরিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গত ১৬ বছর ধরে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি দেয়া হয়েছে। জানা গেছে, সব মিলিয়ে ১৯৭ জন পদোন্নতি পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কনসালটেন্ট থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছে নাসিরনগর উপজেলার কৃতি সন্তান (বিএসএমএমইউ) এর শিশু বিশেষজ্ঞ ডাঃ চৌধুরী শামছুল হক কিবরিয়া পাভেল।
তিনি দীর্ঘদিন যাবত (বিএসএমএমইউ) তে চিকিৎসা সেবার পাশাপাশি 'গ্রামের হাসি' নামে সংগঠনের মাধ্যমে সপ্তাহে শুক্রবার নিজ এলাকার অসহায়, গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।
উল্লেখ্য ডাঃ চৌধুরী শামছুল হক কিবরিয়া পাভেলের বাড়ি নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বেনীপাড়ায়।

Side banner